Tuesday, April 9, 2024

https://www.profitablegatecpm.com/zav2vn1ik?key=7700adfc0b1b2a8dde3d3ae5ffc78ea3

Tuesday, March 12, 2024

Oscar is seventeen

 The incident took place on July 21 last year. Two much awaited movies 'Oppenheimer' and 'Barbie' were released on the same day. A strange cinematic duel ensued. The duel between the two movie fans on the internet is known as 'Barbenheimer'. 'Barbie' lost at the box office, but 'Oppenheimer' swept almost all the major awards this year. Oscar is no exception. With 13 nominations, Christopher Nolan's film won a maximum 7 awards of the season. 


'Oppenheimer' dream come true In 2005, Kai Bird wrote J Robert Oppenheimer's biography 'American Prometheus'. Soon after the publication, producers and directors became interested in making movies from the book. Among whom was Sam Mendes. Over the next 15 years, many filmmakers became interested in making the book into a film. Christopher Nolan finally appeared on the scene. 


In 2021 came the announcement—he was making a movie about World War II and J. Robert Oppenheimer. Since its release, critics have praised the movie. They praised the way Oppenheimer's psychology was presented on the screen. As many general audiences believe about Nolan, his movies are complex. With its varied time periods, intricate psychological analysis and dialogue, Nolan's films are a maze for many. But 'Oppenheimer' is comparatively simpler than the director's previous films.That's why there was more interest in the movie among the general audience. In an interview with Variety before the film's release last year, Nolan said he doesn't think about how much the movie will do, whether it will win awards or not. He is rather happy that his dream of making a movie about Oppenheimer has come true.


 Christopher Nolan made his directorial debut with 'Following' after 25 years . That was in 1998. 25 years have passed since then. Nolan made the 'Batman' trilogy, 'Inception', 'Interstellar', 'Dunkirk'; Despite being nominated eight times, the best director award at the Oscars has remained elusive.


This year, being the best director at the Golden Globe, Producers Guild of America, Directors Guild of America and BAFTA, he was far ahead in the race to be the best producer at the Oscars. The official announcement came yesterday. After receiving the award, Nolan thanked everyone for trusting him throughout his long career. One of the producers of the movie is director's wife Emma Thomas. Accepting the best film award, he said, 'I have been dreaming of this moment for a long time. Never thought it would happen.



 Emma Stone Who knew this 'Bella' Emma Stone is known primarily as an actress in romantic-comedy movies. 'Crazy, Stupid, Love', 'The Amazing Spider-Man' became known around the world. She won her first Oscar for Best Actress in 2016 for La La Land. After that, he became interested in a slightly different genre of cinema. Yorgos starred in Lanthimos' The Favorite in 2018. He got his second Oscar by acting in the same director's 'Poor Things'. The film has been praised by critics since its premiere at last year's Venice Film Festival.

Monday, March 11, 2024

Wednesday, February 21, 2024

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন মিশা সওদাগর

 গত ২৮ জানুয়ারি ২০২২–২৪ মেয়াদি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মেয়াদ শেষ হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে আগামী ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪–২০২৬ মেয়াদির নির্বাচন। তবে নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত শিল্পীদের মধ্যে তেমন কোনো তোড়জোড় দেখা যাচ্ছে না। এবার কয়টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে, কোন প্যানেলে কে কে থাকছেন, কোনো কিছুই পরিষ্কার নয় এখনো। তবে এফডিসি ঘুরে জানা গেছে যে নির্বাচনে আগ্রহী ব্যক্তিরা ভেতরে ভেতরে প্যানেল গোছানোর কাজ শুরু করেছেন।

 এদিকে শোনা যাচ্ছে যে মিশা সওদাগর ও ডিপজল একটি প্যানেল দিচ্ছেন। সভাপতি প্রার্থী মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক প্রার্থী ডিপজল। তবে কমিটির ২১ সদস্যের পুরো প্যানেল এখনো চূড়ান্ত হয়নি গতকাল বুধবার সন্ধ্যায়  খবরটি নিশ্চিত করে মিশা সওদাগর বলেন, ‘আমি আর ডিপজল ভাই মিলে আগামী নির্বাচনে একটি প্যানেল চূড়ান্ত করেছি। 

এখনো কমিটির বাকি সদস্য চূড়ান্ত হয়নি। শিগগিরই জানাব সবাইকে।’ ২০২২–২৪ মেয়াদি সভাপতি পদে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে পরাজিত হন মিশা সওদাগর। তার আগে সভাপতিসহ কমিটির বিভিন্ন পদে পাঁচবার দায়িত্ব পালন করেছেন তিনি। অন্যদিকে ওই কমিটিতে সহসভাপতি ছিলেন ডিপজল। 


মিশা সওদাগর, ছবি- ফেসবুক

গতবার পরাজিত হয়েও আবার নির্বাচনে দাঁড়ানো প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘এটি সিরিয়াস কোনো বিষয় নয়। এটি একটি অলাভজনক, অরাজনৈতিক প্রতিষ্ঠান। শিল্পীদের স্বার্থ রক্ষার প্রতিষ্ঠান। এখানে কেউ নিজের আয়, উন্নতির জন্য আসেন না। এখানে থেকে শিল্পী ভাই–বোনদের জন্য কাজ করার সুযোগ হয়। মিলেমিশে থাকার জন্যই এখানে আসা। এর বেশি কিছু নয়।’ তবে মিশা বলেন, ‘বিগত দিনে শিল্পীদের মধ্যে যদি ভেদাভেদ হয়ে থাকে, আমি যদি জিতে আসতে পারি, তাহলে সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসার শতভাগ চেষ্টা করব। কারোর গায়ে বৃষ্টি পড়ার সুযোগ দেব না। এর জন্য আমি বদ্ধপরিকর।’ 


এই খলনায়কের কথা, আমি আমার জায়গায় সৎ। গতবার হেরেছি। কিন্তু ঠিকই জয়ী প্রার্থী কাঞ্চন ভাইকে শুভেচ্ছা জানিয়েছি, গলায় ফুলের মালা তুলে দিয়েছি। অথচ যখন আমার কাছে ওমর সানী, মৌসুমী হেরেছেন, তাঁরা কিন্তু আসেননি।’

আগের কমিটি নিয়ে আপনার মূল্যায়ন কী? জানতে চাইলে মিশা বলেন, ‘এর উত্তর দিতে গেলে রাজনৈতিক উত্তর হয়ে যাবে। এটি সম্পর্কে আমার বলার কিছু নেই, বলতেও চাই না। যেসব শিল্পী ভোটার ভোট দিয়েছেন, তাঁদের কাছে এর ভালো বিচার বিশ্লেষণ আছে। ইশতেহার অনুযায়ী কমিটি ঠিকমতো কাজ করেছে কি না, তা ভোটাররাই ভালো বলতে পারবেন।’

এদিকে বিগত কমিটির বিজয়ী কাঞ্চন–নিপুণ প্যানেলসহ আর কোনো প্যানেল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কি না, তা এখনো জানা যায়নি

Tuesday, February 20, 2024

‘পুষ্পা-৩’এর ঘোষণা

আল্লু অর্জুন

 ২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা: দ্য রেইজ’। দক্ষিণী তারকা আল্লু অর্জুন এবং রাশমিকা জুটি ঝড় তুলেছিল বক্স অফিসে। তার পর থেকেই ছবির দ্বিতীয় ভাগ ‘পুষ্পা: দ্য রুল’-এর অপেক্ষায় রয়েছেন দর্শক ও অনুরাগীরা। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির প্রথম ঝলক। এ বছর ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে  মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই ছবি। এখনো প্রায় মাস ছয়েকের অপেক্ষা। তার আগেই ‘পুষ্পা-৩’ আসার ঘোষণা দিয়েছেন আল্লু অর্জুন।


এবার সিয়াম-ইধিকার ‘সিকান্দার

 নতুন একটি ছবিতে একসঙ্গে জুটি বাঁধছেন ঢাকাই ছবির নায়ক সিয়াম আহমেদ ও কলকাতার নায়িকা ইধিকা পাল। ছবির নাম ‘সিকান্দার’। খবরটি নিশ্চিত করেছেন ছবির পরিচালক তামিম রহমান। গত সোমবার দুপুরে প্রথম আলোকে পরিচালক জানান, সিয়াম ও ইধিকা এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করবেন। মোটামুটি নিশ্চিত এটি। তিনি বলেন, ‘দুজনের সঙ্গে কয়েকবার বসা হয়েছে। গল্প শুনেছেন। কাজটি করার জন্য দুজনই রাজি। শুটিংয়ের জন্য তাঁরা প্রস্তুত হচ্ছেন।

ছবির নাম ভূমিকায় সিকান্দার চরিত্রে অভিনয় করার কথা সিয়ামের। এই অভিনেতা বলেন, ‘গল্প শুনেছি। ভালো লেগেছে। ছবির নাম ভূমিকায় আমার অভিনয় করার কথা।

শুনেছি, ঈদে মুক্তির জন্য তাড়াতাড়িই শুটিং করতে চান পরিচালক। এখন শিডিউল নিয়ে একটু ঝামেলায় আছি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে কাজটি করছি।’

শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ছবির পর বাংলাদেশের আরেক তারকা শরীফুল রাজের বিপরীতে হাসিবুর রেজার কবি ছবির কাজ সম্প্রতি শেষ করেছেন ইধিকা। এখন দেবের বিপরীতে কলকাতার ছবি ‘খাদান’–এ কাজ করছেন এই নায়িকা।

‘সিকান্দার’ ছবিতে কাজের ব্যাপারে গত সোমবার বিকেলে ইধিকার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রথম আলো। ইধিকা শুটিংয়ে থাকায় ফোনটি ধরেন অভিনেত্রীর বাবা দীলিপ পাল। নতুন বাংলাদেশি ছবিতে কাজের ব্যাপারে তিনি বলেন, ‘সিকান্দার ছবিতে কাজ করবে ইধিকা। তবে এখনো শিডিউল চূড়ান্ত হয়নি।

হয়তো তাড়াতাড়িই হয়ে যাবে। এর বেশি আমি কিছু বলতে পারছি না। শুটিং শেষ হলে ইধিকা ফোনে আপনাকে বিস্তারিত জানাবে।’ প্রেম ও সংকটের গল্প নিয়ে ‘সিকান্দার’। যৌথভাবে সিনেমাটির গল্প লিখেছেন তামিম রহমান, সরদার সানিয়াত ও অনন্য মামুন। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।


কবে থেকে ছবির শুটিং শুরু হবে, জানতে চাইলে পরিচালক জানান ছবিটি আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তি দিতে চান তিনি। এ জন্য মার্চের প্রথম সপ্তাহেই শুটিং শুরু করতে চান তিনি। বলেন, ‘শিডিউল নিয়ে একটু সমস্যা আছে। যদি কোনো কারণে মার্চের শুরুতে শুটিং শুরু করতে না পারি, তাহলে ঈদুল ফিতরে মুক্তি সম্ভব হবে না। তখন ঈদুল আজহায় মুক্তি দেব। তবে ঈদুল ফিতরের আগেই শুটিং শেষ করতে চাই।’




  https://heylink.me/Swapan77/